
বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: বাংলাদেশ ফ্লাইং একাডেমির রাজশাহীর প্রশিক্ষণ এস-২-এজিজি প্রশিক্ষণ কালে তানোর উপজেলার লালপুর গ্রামের আলু ক্ষেতের মধ্যে আছড়ে পড়েছে। বিমানে একজন ক্যাপ্টেন ও একজন প্রশিক্ষক ছিলেন। দুইজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা।
বিমানটিতে ছিলেন, ক্যাপ্টেন মাহাফুজ ও প্রশিক্ষক (ট্রেনিং) নাহিদ হাসান। ক্যাপ্টেন মাহাফুজের মাথায় সামান্য ইন্জুরি হয়েছে। ঘণ্টাখানেকের মধ্যে রাজশাহী বিমান বন্দরের একটি গাড়ি এসে দুজনকেই হাসপাতালের উদ্যোশে নিয়ে যান।
মঙ্গলবার বেলা দুই টার সময় উপজেলার আড়াদিঘি ও লালপুর বড় মাঠে আলুর ক্ষেতের মধ্যে পড়ে যায়। ঘটনার পরপরই তানোর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ গিয়ে উপস্থিত হন। বিমানের দুর্ঘটনা এড়াতে প্রচুর পরিমানের পানি ছুঁড়েন ফায়ার সার্ভিসের কর্মিরা। পতিত বিমানটি দেখার জন্য মুহুতেই ছুটে আসেন হাজার হাজার উৎসুখ জনতা।
এদিকে, বিমান দুর্ঘটনার স্থান পরিদর্শন করেছেন, রাজশাহী বিমান বন্দরের ম্যানেজার দিলারা পারভিন ও রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) আব্দুল রাজ্জাক। তারা দুর্ঘটনা কবলিত বিমানের জায়গা ঘুরে দেখেন এবং ক্যাপ্টেন মাহাফুজ ও প্রশিক্ষক নাহিদ হাসারের সঙ্গে কথা বলেন।
তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান বলেন, ঘটনার পরপরই তারা এখানে এসেছেন। ক্যাপ্টেন মাহফুজ তাকে জানিয়েছেন রাজশাহীর বিমান বন্দর হতে দুপুর দেড়টার সময় উড্ডয়নের ৪০ মিনিট পরে বিমানের যান্ত্রিক ক্রুটি দেখা দেয়। তারা রাজশাহী বিমান বন্দরে পৌচ্ছানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কিছুতেই বিমান নিয়ন্ত্রন করতে পারছিলে না। অবশেষে ক্যাপ্টেন সিন্ধন্ত নেন খোলা মাঠেই বিমান জরুরী অবতরণ করার। সেই অনুযায়ী তানোরের বড় মাঠের মধ্যেই তারা অবতরণ করেন।
তবে ক্ষেতের মধ্যে উচু-নিচু আইল থাকায় বিমানটি অবতরণের সময় উলটে যায়। এতে ক্যাপ্টেন মাহাফুজ সামান্য আঘাত পেয়েছেন। বিমানের ক্ষতি হয়েছে। বিমানটি পুলিশ পাহারায় আছেন।
তানোর ফায়ার সার্ভিসের ইনচার্জ জহরুল ইসলাম বলেন, প্রশিক্ষণ বিমানটি আছড়ে পড়ার ১০ মিনিটের মধ্যে তারা উপস্থিত হন। দুর্ঘটার কবলিত বিমানে পানি ছুঁড়ে ঠান্ডা রাখা হয়েছে। বিমানের দুই পাখা চ্যাপ্টা হয়ে গেছে। দুই চাকা উপরের দিকে উঠে উল্টে গেছে। ক্ষয় ক্ষতির পরিমান কত হবে বিমানের উর্দ্ধতন কর্মকর্তারা না এলে বলা যাচ্ছে না।
প্রশিক্ষণ বিমানটি যেস্থানে পড়েছে, সে মাঠে হাজার হাজার বিঘা আলু চাষ হয়েছে। শত শত কৃষিশ্রমিক ক্ষেত থেকে আলু তোলার কাজ করছিলেন। এরমধ্যে বিমান দুর্ঘটনার সময় খুব কাছ থেকে দেখেছেন কৃষি শ্রমিকেরা।
কৃষিশ্রমিকরা বলেন, বিমানের বিকট শব্দ শুনে তারা আকাশের দিকে তাকিয়ে ছিলেন। বিমানটি খুব নিচ দিয়ে হেলে দুলে যাওয়ার চেষ্টা করছিল। এরমধ্যেই হঠাৎ দেখেন মাটিতে বিমানটি ছুটে আসছে। প্রায় ২০০ গজ গিয়ে বিমানটি উলটে যায়। বিমান মাটিতে পড়তে দেখে মাঠের শ্রমিকরা ছুটে গিয়ে দেখেন দুইজন বিমানের ভিতরে উলটে আছে। তারা হাত দিয়ে ঈশারা করছে দরজা খুলার জন্য। তারা দরজা খুলে তাদের উদ্ধার করেন।