আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে অর্থ সংগ্রহ করে অসহায় দুস্থ্য এবং বাক প্রতিবন্ধি আনোয়ার হোসেন আন্ত নামের এক ব্যক্তিকে অটোভ্যান দিয়েছে ফেসবুক গ্রুপ তিলকপুর পরিবার নামের একটি সংগঠন।
মঙ্গলবার বিকালে উপজেলার তিলকপুর বাজারে ফেসবুক ভিত্তিক গ্রুপ তিলকপুর পরিবারের আয়াজনে ইউনিয়নের নওজোর গ্রামের অসহায় দুস্থ এবং বাকপ্রতিবন্ধি আনোয়ার হোসেন আন্তকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে অটোভ্যান কিনে দিয়েছে তিলকপুর পরিবার।
জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি তিলকপুর ইউনিয়নের নওজোর গ্রামের আনোয়ার হোসেন আন্ত নামের এক প্রতিবন্ধী দুস্থ ব্যাক্তির ভ্যান চুরি হয়। এত সে কর্মহীন হয়ে পড়ে। বিষয়টি নিয়ে ফেসবুক ভিত্তিক গ্রুপ তিলকপুর পরিবারের পক্ষ থেকে একটি নতুন ভ্যান কিনে দেওয়ার জন্য পোস্ট দেওয়া হয়।
এ পোস্টের মাধ্যমে দেশ ও দেশের বাহিরে থেকে অর্থ সহায়তা এবং গ্রুপের সদস্যদের নিজেদের অর্থ সংগ্রহ করে ওই ব্যক্তিকে অটোভ্যান কিনে দেওয়া হয়। ভ্যান উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন তিলকপুর পাবলিক লাইব্রেরি সভাপতি এবং তিলকপুর পরিবার গ্রুপের অ্যাডমিন ও মডারেটররা।
তিলকপুর পরিবার গ্রুপের অ্যাডমিন আল-আমিন বলেন, আনোয়ার হোসেন আন্তর একমাত্র জীবিকা নির্বাহ করার সম্বলটি চুরি যাওয়ায় সে কর্মহীন হয়ে পরে। এতে সে পরিবার নিয়ে মানবেতর জীবন কাটায়। তার এই কষ্ট লাঘবের জন্য আমরা অর্থ সংগ্রহ করে তাকে একটি রিক্সা-ভ্যান ক্রয় করে দেই। এটি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস।
দুস্থ ব্যক্তির কর্মসংস্থানে অটোভ্যান দিল ফেসবুক গ্রুপ
মার্চ ১৭
০৬:২০
২০২১