স্টাফ রিপোর্টার: মুজিব শতবর্ষ উপলক্ষে রাজশাহীতেও ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে। মঙ্গলবার সকালে আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন।
আরএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, পরিদর্শক (শহর ও যানবাহন) মোফাক্কারুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার তার বক্তব্যে নগরীতে ট্রাফিক আইন মেনে চলার জন্য সাধারণ মানুষসহ পরিবহন মালিক-শ্রমিক ও চালকদের আহ্বান জানান। পরে তিনি করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গণপরিবহণের মালিক, শ্রমিক ও যাত্রীসহ জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করেন। এছাড়া ট্রাফিক আইন সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেন পুলিশ কমিশনার।
রাজশাহীতে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন
মার্চ ১৭
০৬:১৭
২০২১