স্পোর্টস ডেস্ক: একদিনের ক্রিকেটে প্রথমবার শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেলো ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। অ্যান্টিগায় প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান তুলে। ৮ নম্বরে নেমে ৬০ বলে ৮০ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেন হাসারাঙ্গা। এছাড়া গুনাথিলাকা ৩৬, করুনারত্নে ৩১, নিসানকা ২৪, চান্দিমাল ১৬, শানাকা ২২, বান্দারা ৫৫*, থিসারা ৩ রান করেন।
২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব ভালো হয়নি উইন্ডিজের। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এভিল লুইস এদিন ফেরেন মাত্র ১৩ রান করে। তিনে নেমেও সুযোগ কাজে লাগাতে পারেননি জেসন মোহাম্মদ (৮)। তবে তৃতীয় উইকেটে শতরানের জুটি গড়ে দলকে পথ দেখান শাই হোপ ও ড্যারেন ব্রাভো। সাড়ে চার বছরেরও বেশি সময় পর ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পান ব্রাভো। ১৩২ বলে করেন ১০২। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
১০৯ রানের জুটি ভাঙার আগে ৬২ রান আসে হোপের ব্যাট থেকে। টানা ৬ ইনিংসে ফিফটি করে এ অপেনার গর্ডন গ্রিনিজ ও ক্রিস গেইলকে স্পর্শ করলেন। বিশ্বরেকর্ডে এখন তার উপরে আছেন কেবল জাভেদ মিয়াঁদাদ (টানা ৯ ইনিংসে হাফসেঞ্চুরি)।
নিকোলাস পুরান ২ ছক্কায় ১৫ রান করে ফিরলেও ব্রাভো ও পোলার্ডের ৭১ বলে ৮০ রানের জুটি দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। পোলার্ড ৪২ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। শেষ দিকে টানা চার-ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন জেসন হোল্ডার। ৩-০ ব্যবধানে সিরিজ ঘরে তোলা ক্যারিয়ানদের হয়ে ম্যাচসেরা হন ব্রাভো আর সিরিজ সেরার পুরস্কার উঠে শাই হোপের হাতে।
প্রথমবার লঙ্কানদের হোয়াইটওয়াশের স্বাদ পেলো উইন্ডিজ
মার্চ ১৬
০৬:৪১
২০২১