স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। এ পৌরসভা প্রতিষ্ঠিত হবার পর তিনিই প্রথম আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী মেয়র প্রার্থী। সোমবার দুপুরে তিনি বিদায়ী মেয়রের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বর্তমান ও সাবেক কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারী শিবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুলের কাছে বিশাল ব্যবধানে ধরাশায়ী হয় ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী। দায়িত্ব নেয়ার পর এক প্রতিক্রিয়ায় মেয়র মনিরুল জানান, তার মেয়াদকালে তিনি শিবগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তরিত করবেন।
শিবগঞ্জ পৌরসভার দায়িত্ব নিলেন মেয়র মনিরুল
মার্চ ১৬
০৬:৩৮
২০২১