
স্টাফ রিপোর্টার: চতুর্থ ধাপে অনুষ্ঠিত রাজশাহী বিভাগের আটটি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- আটজন মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ২৪ ও সাধারণ কাউন্সিলর ৭১ মিলে মোট ১০৩ জন শপথ নেন। এর মধ্যে রাজশাহী জেলার নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম ও তানোর পৌর মেয়র ইমরুল হক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জয়পুরহাটের আক্কেলপুর পৌর মেয়র শহিদুল ইসলাম চৌধুরী ও কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা। এছাড়া নাটোর জেলার বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুর বারী নয়ন।
সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরগণ শপথ নেন। যারমধ্যে নওহাটা পৌর সভার কাউন্সিলর শপথ নেন দিদার হোসেন ভুলু, আজিজুল হক, মাসুদ পারভেজ, নাজিমুদ্দিন মোল্লা, মোখলেছুর রহমান, আবু বাক্কার সিদ্দিক, আবু সুফিয়ান শেখ, হাবিবুর রহমান ও আফতাব উদ্দিন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর নব-নির্বাচিত মোসা. আসমা বেগম, রেশভানু বেগম ও রাশেদা বেগম শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগের পরিচালক মো. জিয়াউল হক ও উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।