স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিযামে অনুষ্টিত ইমার্জিং কাপ ওয়ান্ডে ক্রিকেট টুর্নামেন্টে বৃহস্পতিবার মুক্তি সংঘ ৯ উইকেটে হারায় বগুড়া একাদশকে। টস জয়ী বগুড়া ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১১৭ রান। দলের পক্ষে রিফাত ৩৪ ও পৃথিবি ১৪ রান করেন। বিপক্ষে শাহাদত ২২ রানে ৪টি ও অভি ১৪ রানে ২টি উইকেট নেন। জবাবে মুক্তি সংঘ ব্যাট করতে নেমে ১৩.৪ ওভারে ১ উইকেট হারিয়ে তোলে ১১৮ রান। দলের পক্ষে সাব্বির হোসেন ৮৫ ও সান ২৯ রান করেন। বিপক্ষে রাশেদ ২৫ রানে ১টি উইকেট নেন। মুক্তি সংঘের সাব্বির হোসেন ম্যাচ সেরাা হন।
বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের অন্য খেলায় যুব ক্রিকেট স্কুল বিশালের সেঞ্চুরীর সুবাদে ১৮৩ রানের বিশাল ব্যবধানে হারায় মাহবুব একাদশকে। টস জয়ী যুব ক্রিকেট স্কুল ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৪৫ রান। দলের পক্ষে বিশাল ১২১সকাল ৩১ ও সবুজ ৪০ রান করেন। বিপক্ষে ইশান ৪৯ রানে ৩টি ও সুজন ৩৫ রানে ২টি উইকেট নেন। জবাবে মাহবুব একাদশ ব্যাট করতে নেমে ১৪.৫ ওভারে ৬২ রানে গুড়িযে যায। দলের পক্ষে শিফাত ২৫ রান করেন। বিপক্ষে শাকলাইন সজিব ২২ রানে ৭টি ও শুভ ১৫ রানে ৩টি উইকেট নেন। যুব ক্রিকেটের শাকলাইন ও বিশাল যৌথভাবে ম্যাচ সেরা হন।
ইমার্জিং কাপ : ওয়ান্ডে ক্রিকেট টুর্নামেন্টে বিশালের শতক
মার্চ ১৪
০৫:১২
২০২১