স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য টম ল্যাথামকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ঘোষিত ১৩ সদস্যের দলে নতুন মুখ তিনজন। একদিনের ম্যাচের দলে প্রথমবারের মতো ডাক পেলেন দুই টপ অর্ডার ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও উইল ইয়াং এবং অলরাউন্ডার ড্যারিল মিচেল। এর আগে কনওয়ে ১১টি টি-টোয়েন্টি, উইল ইয়াং দুইটি টেস্ট ও ড্যারিল মিচেল ৪টি টেস্ট খেলেছেন।
ইনজুরির কারণে সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া চোটের কারণে টাইগারদের বিপক্ষে থাকছেন না পেসার লকি ফার্গুসন ও অলরাউন্ডার কলিন ডি গ্রান্ডহোম। এছাড়াও কিউেইদের সাথে থাকছেন না স্পিনার ইশ সোধিও।
করোনা বিরতির পর বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম সিরিজ হতে যাচ্ছে কিউইদের ডেরায়। ২০ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ২৩ ও ২৬ মার্চ পরের দুই ওয়ানডে। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
নিউজিল্যান্ড ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, রস টেলর, উইল ইয়াং ও টিম সাউদি।
বাংলাদেশের বিপক্ষে কিউইদের ওয়ানডে দল ঘোষণা
মার্চ ১৪
০৫:০৮
২০২১