নিয়ামতপুর প্রতিনিধি: সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খুলে পাঠদানের অভিযোগে নওগাঁর নিয়ামতপুরে ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান উত্তরা মডেল কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুলের অধ্যক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ১০ মার্চ বেলা ১১টার দিকে নিয়ামতপুর উত্তরা মডেল একাডেমিতে সহকারী কমিশনার (ভূমি) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, করোনাকালে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকারী নির্দেশনা অমান্য করে উত্তরা মডেল কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুল ক্লাস পরিচালনা করায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সরকারি নির্দেশনা অমান্য করে শ্রেণি পাঠদান অব্যাহত রাখায় অধ্যক্ষ সাহাদাত হোসেন নাঈমকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করেন সহকারী কমিশনার (ভূমি)। এছাড়া একই বিদ্যালয়ের এক শিক্ষককেও আলাদাভাবে ২শ টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা সরকার বলেন, উত্তরা মডেল একাডেমির অধ্যক্ষকে ইতোপূর্বে সাবধান এবং সচেতন করা হয়েছিল। তারপরও তিনি নিয়মিত সকাল ৮ হতে ১২টা পর্যন্ত সরকারের আদেশ অমান্য করে করোনা ঝুঁকি নিয়ে ক্লাস পরিচালনা করে আসছিলেন। আমি উপস্থিত হলে শিক্ষার্থীদের পালিয়ে যেতে দেখা যায়।
অধ্যক্ষকে ইতোপূর্বে সচেতন করা সত্ত্বেও সরকারি আদেশ অমান্য করে বিদ্যালয়ে শ্রেণি কক্ষে পাঠদান অব্যাহত রাখায় তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি শ্রেণি কক্ষে কাকলী নামে এক শিক্ষিকাকে উপস্থিত পাওয়ায় তাকে ২শ টাকা জরিমানা করা হয়।
করোনাকালে ক্লাস, জরিমানা উত্তরা একাডেমি অধ্যক্ষের
মার্চ ১২
০৬:৪২
২০২১