স্টাফ রিপোর্টার : রাজশাহীর ৩০ জন চরবাসী কৃষকের মাঝে উন্নত জাতের বাদামের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পবার হরিপুরের চর মাঝাড়দিয়াড়ে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক কৃষককে ২০ কেজি করে বাদামের বীজ প্রধান করেন।
এসময় চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই বাদামের বীজ বিতরণ করা হলো। প্রধানমন্ত্রী বলেছেন পদ্মায় এতো বড় চর। তোমরা বাদাম দিয়ে ভরে দাও। এতে করে এই অঞ্চলে যারা পুষ্টিহীনতায় ভুগছে, বাদামে তাদের সেই সমস্যা দূর হবে। তিনি আরও বলেন, বাদাম কিন্তু বালু মাটিতে ভালো হয়। সেই সুযোগকে কাজি লাগিয়ে বাদাম চাষ করা হবে। আগামিতে এই বালুমাটিকে কাজে লাগিয়ে মশলা জাতীয় ফসল ফলানোর উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমডিএ রাজশাহীর নিবাহী প্রকৌশলী জিন্নুরাইন খান, সমাজবেসী মাহফুজা আকরাম চৌধুরী মায়া, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মঞ্জিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ এর সহকারী প্রকৌশলী কামরুল আলম।
পদ্মার চরে ৩০ কৃষকের মাঝে বাদামের বীজ বিতরণ
মার্চ ১১
০৬:২৯
২০২১