স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে স্বর্ণের দুইটি বার সহ বাসযাত্রীকে গ্রেফতার করেছে এটিএসআই নাসির উদ্দিন। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ থানাধীন মহারাজনগর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে টিপু সুলতান (৪৫) এবং তার ভাগনে আলিম নগর গ্রামের বদিউল আলমের ছেলে জামিল (২৮)।
সূত্রমতে, বার দুটো নাটোরের একজন মানুষ টিপুকে দিয়েছিলেন চাঁপাই নবাবগঞ্জের জনৈক ব্যক্তির কাছে পৌছে দিতে। ধারণা করা হচ্ছে টিপু এর আগেও এই কাজ করেছে। এবিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।
স্থানীয়দের দেয়া তথ্য মতে, রাতে একটি বাসে করে টিপু আসছিলেন ঢাকা থেকে। শিরোইল বাস টার্মিনালে মামার জন্য পূর্ব থেকেই অপেক্ষা করছিলেন ভাগনে জামিল। এসময় ভাগনের গতিবিধি সন্দেহ জনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবদ করেন এটিএসআই নাসির উদ্দিন। এসময় মামা টিপু বাস থেকে রাজশাহীতে নামলে তাকে তল্লাশির এক পর্যায়ে পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেট থেকে দুইটি স্বর্ণের বার বের হয়ে আসে।
এটিএসআই নাসির উদ্দিন জানান, স্বর্ণের বার উদ্ধারের পর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণকে বিষয়টি জানানো হয়। পরবর্তিতে বোয়ালিয়া থানা পুলিশ এসে টিপু ও জামিলকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায়। তিনি আরো জানান উদ্ধার হওয়া স্বর্ণের বার দুইটার ওজন ২৩৪ গ্রাম। বার দুটো নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে কথা বলতে নিবারণ চন্দ্র বর্মণের অফিসিয়াল নম্বরে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
রাজশাহীতে ফের স্বর্ণের বার উদ্ধার
মার্চ ১০
০৬:০৪
২০২১