স্টাফ রিপোর্টার: ‘করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে পবা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশআন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপন করে। অনুষ্ঠানটি তালপাড়া ভিডিসি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। দিবসটিকে অর্থবহ করে তোলার লক্ষে মোট ১০০ জন নারী নেতৃগণের সমন্বয়ে আলোচনা সভা, ভিশনারী আড্ডা, নাটিকা প্রদর্শনী করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী অঞ্চল ভিকার জেনারেল ফাঃ পল গমেজ। কর্ণহার থানা নারী শিশু ও মুক্তিযোদ্ধা হেল্প ডেস্ক সাব-ইন্সপেক্টর ইনচার্জ সাবিনা ইয়াসমিন।
এছাড়াও আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী এপিসি ম্যানেজার মিঃ সেবাস্টিয়ান পিউরীফিকেশন, আলহাজ্ব ইব্রাহিম খলিল ও ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। নারীর ক্ষমতায়ন, সরকারী-বেসরকারী পর্যায়ে নারীর অংশগ্রহন ও সুযোগ সৃষ্টি, নারী উদ্যোক্তা গঠন, নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতা করা হয়।
ওয়ার্ল্ডভিশন পবা এপির অন্তর্জাতিক নারী দিবস পালিত
মার্চ ১০
০৫:৪৬
২০২১