স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ মহিলাদের ক্ষমতা বৃদ্ধির মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। মঙ্গলবার বিকালে জয়পুরহাটের পাঁচবিবি মোহাম্মদপুর ইউনিয়নের আখিঁরা পুকুরপাড়ের আশ্রয়নে বসবাস করা অবহেলিত মহিলাদের অংশগ্রহনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠকে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, সহকারি কমিশনার (ভুমি) অফিসার আশিক রেজা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শাহনেওয়াজ ফেরদৌসী, তথ্যসেবা সহকারি জেনিফা এক্কা রিতু ও লুবনা হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান হবিবুর রহমান, ইউপি সদস্য নূর-নবী।
পাঁচবিবিতে তথ্যসেবা কেন্দ্র পরির্দশনে ডিসি
মার্চ ১০
০৫:৪২
২০২১