স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ভিআইপি সেলুন অ্যান্ড স্পা’র উদ্বোধন করা হয়েছে। রবিবার এ ভিআইপি সেলুন অ্যান্ড স্পা’র উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিআইপ সেলুনের মালিক সারওয়ার জাহান কাঁনন ও মোহা. মুন্তাসিরুল ইসলাম উজ্জ্বল। সেলনু অ্যান্ড স্পাটিতে বডি ম্যাসাজের উপরে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কারিগর দিয়ে মনোরম পরিবেশে বিভিন্ন ধরনের ম্যাসাজ ওয়েল ও ক্রীম দিয়ে ফুল বড়ি ম্যাসাজ, ব্যাক ম্যাসাজ, ফুট ম্যাসাজ ও পেডিকিওর, মেনিকিওর করা হয়।
নগরীতে ভিআইপি সেলুন অ্যান্ড স্পা উদ্বোধন
মার্চ ০৯
০৬:১৩
২০২১