স্টাফ রিপোর্টার, তানোর: তানোর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নিবার্চন ৩ এপ্রিল ধার্য করা হয়েছে। রবিবার সকালে গোল্ল্াপাড়া বাজার চত্বরে বাজার বণিক সমিতির
তফসিল ঘোষণা করা হয়। আগামী ১৭ মার্চ মনোনয়ন ফরম বিতরণ এবং ২০ মার্চ মনোনয়ন ফরম জমা দেওয়া শেষ তারিখ। প্রতীক বরাদ্দ ২৪ মার্চ। ভোট গ্রহণ ৩ এপ্রিল।
তানোর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নিবার্চনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন আব্দুস সালাম মন্ডল। সহকারী নিবার্চন কমিশনারের দায়িত্ব পালন করবেন আব্দুর জব্বার, সাজ্জাদ হোসেন, মোসারফ হোসেন, বিকাশ বিহারী।
তানোর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
মার্চ ০৮
০৫:৩৮
২০২১