চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নৌকার মাঝি হতে চান ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর রেজা। দীর্ঘদিন বিএনপির দখলে থাকা দুর্গ ভেঙে এবার তিনি নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তার পক্ষে এলাকাবাসীর মধ্যে ঐক্য অনেকাংশে বেড়েছে। এ ইউনিয়নের জনগণের সেবা করতে মাঠে রয়েছেন আলমগীর রেজা। তাকে দাইপুখুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করার জন্য চলছে ব্যাপক গণসংযোগ।
ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সব শ্রেণিপেশার মানুষ একতাবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছেন মতবিনিময় সভা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তার পক্ষে মাঠে কাজ করছেন।
আলমগীর রেজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের হাতকে শক্তিশালী করতে এ ইউনিয়নকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়ায় মাঠে একাট্টা হচ্ছেন এলাকাবাসী। আসন্ন সদর ইউপি নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে কাজ করছেন ইউনিয়নের বিশিষ্টজনরা।
তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাই অন্যায় ও দুর্নীতির সঙ্গে কখনো আপস করিনি। এ ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করে একটি মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।
তিনি বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে আমাকে মনোনয়ন দেবেন এটাই প্রত্যাশা করছি।
দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা চান আলমগীর
মার্চ ০৮
০৫:৩৭
২০২১