স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে সাঁওতাল সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব বাহা পালিত হয়েছে। প্রকৃতির বুকে যখন শাল, মহুয়ার ফুল ফুটে তখনই এ উৎসব পালিত হয়। আর এ উৎসব না হওয়া পর্যন্ত সাঁওতাল সম্প্রদায়ের কোন মেয়ে মাথায় ফুল দেয়না। এ উৎসব ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয় বলে সাঁওতাল সম্প্রদায়ের ধর্মীয় নেতারা জানান।
এ উৎসব উপলক্ষে শুক্রবার বিকেলে অননাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেইসাথে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর গান পরিবেশন, বাহা বিষয়ে ডকুমেন্টরী ফিল্ম ও বাহা নৃত্য পরিবেশন করা হয়।
ভার্চুয়াল আলোচনা সভায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী কমিটির সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, উন্নয়ন কর্মী হোপনা কিস্কু, প্রভাষক সুনিল মাঝি ও একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু অংশগ্রহন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।
নগরীতে বাহা উৎসব উপলক্ষে আলোচনা সভা
মার্চ ০৬
০৫:০২
২০২১