স্টাফ রিপোর্টার: রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়নাল আবেদীন চাঁদ ও প্রত্যেক্ষ ভোটে আল মামুল সুলতান মন্টু (দেওয়াল ঘড়ি) নির্বাচিত হয়েছেন। এছাড়াও সমিতির নির্বাহী কমিটির ১০টি পদের মধ্যে সভাপতি পদসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭জন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শেখ আলমগীর (আয়রণ) ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে আনোয়ারুল ইসলাম রজব (টেলিভিশন)।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আনারুল ইসলাম জয়। সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আব্দুল খালেক এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খালেদ হোসেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে আব্দুল ওদুদ ও শ্রী অশোক প্রসাদ, অর্থ সম্পাদক এসএম আসাদুজ্জামান সেলিম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম লাল্টু, কার্যকরি সদস্য আল রুবাই সুমন, এমরান হোসেন ও মিনারুল ইসলাম।
ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি চাঁদ সম্পাদক মন্টু
মার্চ ০৬
০৪:৪৯
২০২১