পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় জাতীয় বীমা দিবস উপলক্ষে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় র্যালি শেষে করোনা পরিস্থিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জীবন বীমা কর্পোরেশন নজিপুর শাখা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার জীবন বীমা কর্পোরেশন নজিপুর শাখা ডি.এম ইনচার্জ ইব্রাহিম হোসেন মাসুমের সভাপতিত্বে ‘মুজিববর্ষের অঙ্গিকার, বীমা হোক সবার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নজিপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল হক মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন এসিএল গ্রুপের চেয়ারম্যান হায়দার আলী, জনতা ব্যাংক নজিপুর শাখার ব্যবস্থাপক শাহিনুর ইসলাম, সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক ফজলে রাব্বী, ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু সাইদ আবদুল্লাহ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখার সেকেন্ড অফিসার অনিল কুমার মন্ডল।
পত্নীতলায় জাতীয় বীমাদিবস পালিত
মার্চ ০২
০৫:৪৩
২০২১