চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শ্রীরামপুর সেচ নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর সেচ প্রকল্পের নালা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
সদর মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শ্রীরামপুর সেচ প্রকল্পের নালায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির মুখে রুমাল ঢোকানো ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা ১০-১২ দিন পূর্বে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
এ ঘটনায় রবিবার বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
চাঁপাইনবাবগঞ্জে মাঠের নালা থেকে অর্ধ-গলিত লাশ উদ্ধার
মার্চ ০১
০৫:৫৪
২০২১