স্টাফ রিপোর্টার: নিজের জমি দাবি করে গাছপালা কাটাসহ সাইনবোর্ড ঝুলিয়েছে এক দখলবাজ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা মহানন্দখালি গ্রামে। এব্যাপারে জমির মালিক পবা থানায় অভিযোগ দিয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, নওহাটার মহানন্দখালি দক্ষিণপাড়া গ্রামের ওয়াহেদ সরকার প্রায় তিন দশক আগে মহানন্দখালি মৌজায় ৭১৮ নম্বর দাগে ২০ শতাংশ ও ৭১৯ নম্বর দাগে ২৭ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে। ওই জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছপালা রয়েছে। পাশাপাশি খাজনা-খারিজসহ জমির সকল দখলীয় শর্ত তার পক্ষে রয়েছে। বৃহস্পতিবার সকালে একই গ্রামের মৃত তছির মন্ডলের ছেলে আলেফ ও তার স্ত্রী শিউলি বেগম এবং ভাই রস্তুম আলীসহ ইয়াসিন আলী মুংলার ছেলে মিলন ও আনারুলের স্ত্রী রসুনা বেগম জোরপূর্বক গাছের ডালপালা কাটতে থাকে। এ সময় জমির মালিক ওয়াহেদ সরকারের ছেলে রুহুল আমিন তাদেরকে বাধা দিলে তাকে মারপিট করে এবং বেশি বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এছাড়া দুস্কৃতিকারিরা তাদের জমি দাবি করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
নিজেদের জমিতে অবৈধভাবে সাঁটানো সাইনবোর্ড হটানো ও গাছপালাসহ নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পবা থানায় একটি অভিযোগ দেন রুহুল আমিন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পবার নওহাটায় জমি অবৈধ দখলের চেষ্টা
ফেব্রুয়ারি ২৬
০৫:৫৯
২০২১