রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আগুন ধরে মাটির দোতলা বাড়ী ভষ্মীভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল অনুমান সাড়ে ১০টায় উপজেলার আকনা দক্ষিণপাড়া গ্রামে সাগর হোসেন এর বাড়িতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক সাগর হোসেন ও রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার ফজলুল হক জানান, এদিন সকাল অনুমান সাড়ে ১০টা নাগাদ বাড়ীর টিনের চালায় আগুনের সুত্রপাত ঘটে। নিমিষের মধ্যেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পরে। এসময় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রন করেন। ওই অগ্নিকান্ডে বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভষ্মীভূত হয়ে যায়। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। বাড়িতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে এ আগুন ধরেছে বলে ধারনা করছেন লিডার ফজলুল হক।
রাণীনগরে আগুনে ধ্বংস মাটির দোতলা বাড়ি
ফেব্রুয়ারি ২৬
০৫:৫৯
২০২১