চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রি-এসেসমেন্ট কাজের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে কর নিরাপন ও আদায় কমিটির সভাপতি ৩নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হকের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে ছিলেন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, সচিব মামুন অর রশিদ, অ্যাকাউন্টস্ অফিসার আহসান হাবীব, মেডিকেল অফিসার ডা. ওলিউর রহমান, পৌর কর্মকর্তা কর্মচারি অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মাচারিরা।
চাঁ’নবাবগঞ্জ পৌরসভার রি-এসেসমেন্ট কাজের সম্মাননা প্রদান
ফেব্রুয়ারি ২৬
০৫:৫৩
২০২১