স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৮০ লিটার দেশী মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম বুধু রজক (৬০)। তাকে তার বাড়ি থেকেই দেশী মদসহ গ্রেপ্তার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বুধুর বাড়িতে অভিযান চালায়। এ সময় ৮০ লিটার দেশী মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রাজশাহীতে ৮০ লিটার মদসহ গ্রেপ্তার ১
ফেব্রুয়ারি ২৪
০৬:২১
২০২১