স্টাফ রিপোর্টার : নগরীতে একুশের চেতনা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহীর সাবেক ছাত্রলীগ ফোরামের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
‘একুশ আমার অহংকার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ও রাজশাহী জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবুল কাশেম।
সভায় রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নফিকুল ইসলাম সেল্টুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবু, সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল আলম মেরাজ, সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হাসান রুবন প্রমুখ।
একুশের চেতনা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা
ফেব্রুয়ারি ২৪
০৬:১৭
২০২১