রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পূর্বশত্রুতার জের ধরে আগুন দিয়ে আনছার আলী নামে এক ব্যক্তির বাড়ি-ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিনগত রাতে উপজেলার চামটা হরিতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আনছার আলী জানান, শনিবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে বাড়ির বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ওই বাড়ির তিনটি টিনের চালা ঘর ও আসবাবপত্র ভষ্মীভূত হয়ে যায়।
তিনি জানান, এক ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। রবিবার দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাণীনগরে গভীর রাতে বাড়িঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ
ফেব্রুয়ারি ২৩
০৬:১০
২০২১