আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার সান্তাহারের অদূরে অজ্ঞাত এক বৃদ্ধ নারীকে (৭০) মৃত উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। শনিবার রাতে সান্তাহার রেলওয়ে থানাধীন আহসানগঞ্জ স্টেশন এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জানা যায়, পরিচয়হীন ওই বৃদ্ধা সান্তাহার রেলওয়ে থানাধীন আহসানগঞ্জ স্টেশনের উত্তর পাশে একটি ছোট্ট টিনের দোকান ঘরের ভিতরে দীর্ঘদন থাকতেন। স্থানীয়রা ওই দোকান ঘরে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে দাফনের ব্যবস্থা করে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা করে মরদেহ দাফন করা হয়েছে।
আদমদীঘিতে পরিচয়হীন এক বৃদ্ধার মরদেহ উদ্ধার
Spread the love
ফেব্রুয়ারি ২৩
০৬:০৯
২০২১