
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী নগরীর বড়বনগ্রাম ভাড়ালীপাড়া যুব সমাজ এর উদ্যোগে ‘বঙ্গবন্ধু নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ (পূর্ব) ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সহ-সভাপতি ইসরাইল মন্ডল, সহ-সভাপতি ইমান আলী মন্ডল, ১৭ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সাইম আলী সানি। এ সময় আরো উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সদস্য ফিরোজ খান ফরহাদ, ১৭ (পশ্চিম) নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নকিম উদ্দিন পলাশ, রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিন। খেলাটি পরিচালনা করেন ১৭ (পূর্ব) নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বুলবুল আহমেদ। উদ্বোধন খেলায় অংশ নেন মনিষা ফ্যাশান বনাম এম.এস টিম অংশ নেয় এবং খেলাটি নক আউট ভিত্তিতে অনুষ্ঠিত হয়।