সানশাইন ডেস্ক : বছরঘুরে স্মরণের জানালায় আবার উঁকি দিচ্ছে সেই বিশেষ দিন। মায়ের বুকের ভালবাসা এবং ভাইয়ের-বোনের আদরমাখা বাংলা ভাষার দাবি আদায়ের দিন। ইতিহাস বলে, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির আগে থেকেই রচিত হয়েছিল ভাষা আন্দোলনে বিজয়ী হওয়ার প্রেক্ষাপট। সেই বিবেচনায় বায়ান্নর ২০ ফেব্রুয়ারি ছিল চরম উত্তাল একদিন। একুশের প্রতীক্ষায় এদিন দেশজুড়ে বিরাজ করছিল তুমুল উত্তেজনা।
কেমন ছিল সেই দিনটি ? ছাত্রদের অনমনীয় আন্দোলনের ভয়ে ভীত হয়ে এদিন ১৪৪ ধারা জারি করে পূর্ববঙ্গ সরকার। নিষিদ্ধ করা হয় সভা-সমাবেশসহ মিছিল থেকে সব ধরনের শোভাযাত্রা। সেই সুবাদে সরকারী এক নির্দেশে বলা হয়, ‘ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারার আদেশ জারি করিয়া এক মাসের জন্য ঢাকা শহরে সভা, শোভাযাত্রা প্রভৃতি নিষিদ্ধ করিয়াছেন। আদেশ জারির কারণ সম্পর্কে বলা হয়, ‘একদল লোক শহরে সভা, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের প্রয়াস পাওয়ায় এবং তদ্বারা জনসাধারণের শান্তি ও নিরাপত্তা বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকায় এই ব্যবস্থা অবলম্বিত হইয়াছে। কোতোয়ালি, সূত্রাপুর, লালবাগ, রমনা ও তেজগাঁও থানার অন্তর্গত সমুদয় এলাকায় ইহা প্রবর্তিত হইয়াছে।’ এই নির্দেশের মাধ্যমে মূলত জনমনে ভীতি ও ত্রাস সঞ্চারের চিরাচরিত কৌশল গ্রহণ করেছিল তৎকালীন সরকার। তবে এসব ভয়-ভীতিতেও দমানো যায়নি ছাত্রদের।
সরকারের ১৪৪ ধারা প্রবর্তনের পরিপ্রেক্ষিতে একুশের কর্মসূচী সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য ২০ ফেব্রুয়ারি সন্ধ্যার পর সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কর্মপরিষদের যে বৈঠক হয় সেখানে ১১-৪ ভোটে ১৪৪ ধারা না ভাঙ্গার সিদ্ধান্ত হয়। তবে ছাত্ররা বিশেষ করে অলি আহাদের নেতৃত্বে ছাত্রলীগ এর বিরোধিতা করে। অলি আহাদ বলেছিলেন, ‘এ সিদ্ধান্ত আমরা মানি না। আগামীকাল (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আমতলায় যে ছাত্র সভা হবে তাতে ১৪৪ ধারা ভাঙ্গার পক্ষে যদি রায় হয় তবে আমরা ভাঙ্গার পক্ষে।’
অহঙ্কারের একুশে
ফেব্রুয়ারি ২০
০৬:২২
২০২১