স্টাফ রিপোর্টার : তানোর উপজেলার বাধাইড় ইউনিয়ন পরিষদে ২০২০-২০২১ সালের ভিজিডি কর্মসূচির কার্ড ও চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। পরে ১৪ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ৬৮১ টাকা ব্যয়ে মুন্ডুমালা হাট বাকইল (জিসিএম) ভায়া উচাডাঙ্গা নারায়নপুর নতুন সড়কের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক চৌধুরী।
পৃথক দুইটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক চৌধুরী জানান, উন্নয়নের প্রতীক নৌকা। দেশে কোনো মানুষ যাতে অনাহাতে না থাকে সেজন্য শেখ হাসিনার সরকার ভিডিজি কর্মসূচির মাধ্যমে দরিদ্রদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করছেন। এছাড়া প্রান্তিকের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়কগুলো পাকা করা হচ্ছে। খুব শিঘ্রই তানোর উপজেলাবাসী এর সুফল পাবে।
তানোরে ভিজিডি কর্মসূচি ও নতুন সড়কের ভিত্তিপস্তর উদ্বোধন করলেন ফারুক চৌধুরী
ফেব্রুয়ারি ১৯
০৫:৫৬
২০২১