স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে মাইক্রোবাস থেকে হেরোইন উদ্ধার ও তিনজনকে আটক করা হয়েছে। দামকুড়া থানা পুলিশের একটি দল থানা এলাকার আলিমগঞ্জ মেসার্স ন্যাশনাল পেট্রোল পাম্পের পূর্ব পাশে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ হাইওয়েতে চেকপোস্ট ডিউটি পরিচলনাকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি সাদা রংয়ের মাইক্রোবাস তল্লাশী করে ৭০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বুজরুক রাজারামপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আসামী ইব্রাহীম (২৬), বারুইপাড়া গ্রামের মিজান উদ্দিন ওরফে মন্টুর ছেলে আসামী ফরাদ আলী ওরফে তমাল (১৯) এবং মাইক্রোবাস চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার কালীতলা গ্রামের মিজানুর রহমানের ছেলে আসামী রাকিব আলী (৩০)।
উদ্ধারকৃত হেরোইন ও মাইক্রোবাসসহ গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজশাহীতে মাইক্রোবাস থেকে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৩
ফেব্রুয়ারি ১৯
০৫:৫০
২০২১