স্টাফ রিপোর্টার : জরুরি মেরামত ও সংরক্ষনের কাজে করতে যাচ্ছে নেসকো লিঃ, রাজশাহী দপ্তরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২। শুক্রবার যেসব এলাকায় নেসকো কাজ করবে সেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হড়গ্রাম ৩৩/১১ কেভি সাব-স্টেশন এবং ১১কেভি সকল ফিডারের জরুরী মেরামত ও সংরক্ষন কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিএনবি মোড়, ভেড়িপাড়া, ভাটাপাড়া, কেশবপুর, বুলনপুর, চন্ডিপুর, কোর্ট, ঝাউতলা, রাজপাড়া, শ্রীরামপুর, বৌ বাজার, বহরমপুর, নতুন বিল সিমলা, বন্ধগেট, দাশপকুর, মহিষবাথান, বুড়িপাড়া, হড়গ্রাম, কোর্ট স্টেশন, মোল্লাপাড়া, মুন্সীপাড়া, রায়পাড়া, বসরী, কাঠালবাড়িয়া, হারুপুর, গোবিন্দপুর, হাটুভাঙ্গা, কাশিয়াডাঙ্গা, মিয়াপুর, দারুশা, দামকুড়া, ইমামগঞ্জ ইত্যাদি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামত ও সংরক্ষণ কাজের স্বার্থে বিদ্যুৎ বন্ধের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
আজ নগরীর যেসব জায়গায় থাকবে না বিদ্যুৎ
ফেব্রুয়ারি ১৯
০৫:৪৫
২০২১