
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার স্বস্ত্রীক করোনার টিকা নিয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাত নাম্বার বুথ থেকে তিনি টিকা গ্রহণ করেন।
টিকা গ্রহণ শেষে মোহাম্মদ আলী সরকার বলেন, পৃথিবীর অনেক দেশই টিকা থেকে বঞ্চিত। দেশে সুন্দর ও সুষ্ঠুভাবে টিকা বাস্তবায়িত হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সুন্দর ব্যবস্থাপনায় বাংলাদেশ করোনার এর টিকা পেয়েছে।
করোনার টিকা নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এই টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকা নেয়াদের সবাই সুস্থ আছেন। মেডিকেলের বিশেজ্ঞ নার্সরা এই টিকা দিচ্ছেন। তাদেও সহযোগিতা করছে রেডক্রিসেন্টের সেচ্ছাসেবকরা। তিনি সবাই করোনা টিকা নেয়ার আহ্বানা জানান।