Daily Sunshine

মেয়র লিটনের সাথে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রার্থীদের সৌজন্য সাক্ষাৎ

Share

প্রেস বিজ্ঞপ্তি : আগামী ২৫ ফেব্রুয়ারি রাজশাহী এডভোকেট বার এ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হবে। নির্বাচনী অংশগ্রহণকারী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীরা বুধবার সন্ধ্যায় নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তারা এবং মেয়র নির্বাচনে তাদের সফলতা কামনা করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী এ্যাড. এন্তাজুল হক বাবু, সহ-সভাপতি প্রার্থী এ্যাড. আসির উদ্দিন, এ্যাড. শফিকুল ইসলাম রেন্টু ও এ্যাড. পূর্ণিমা ভট্টাচার্জ, সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) প্রার্থী এ্যাড. মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ তহবিল) প্রার্থী এ্যাড. নাজমুল হক মিন্টু, সম্পাদক হিসাব প্রার্থী এ্যাড. জাহাঙ্গীর আলম, সম্পাদক লাইব্রেরী প্রার্থী এ্যাড. বাবুল হোসেন বাবুল, সম্পাদক অডিট প্রার্থী এ্যাড. সালাউদ্দিন সেলিম, সম্পাদক প্রেস এন্ড ইনফরমেশন প্রার্থী এ্যাড. মিজানুর রহমান বাদশা, সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার প্রার্থী এ্যাড. মাজেদুল আলম শিবলী, সদস্য প্রার্থীরা হলেন, এ্যাড. মুঞ্জুর জামান মুকুল, এ্যাড. আসাদুজ্জামান মিঠু, এ্যাড. মলয় কুমার ঘোষ, এ্যাড. আতিকুল আলম সাগর, এ্যাড. আমজাদ হোসেন, এ্যাড. সুমা খাতুন, এ্যাড. রকিবুল হাসান রোকন, এ্যাড. রেজাউল হক ও এ্যাড. আব্দুর রহমান।
এ সময় মহানগর দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মোসাব্বিরুল ইসলাম সহ অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র লিটনের সাথে তাহেরপুর পৌরসভার
নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের সাক্ষাৎ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আবুল কালাম আজাদ ও কাউন্সিলরবৃন্দ। বুধবার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ। এ সময় রাসিক মেয়র তাদের মিষ্টি খাওয়ান।
সাক্ষাৎকালে তারা তাহেরপুর পৌরসভার উন্নয়নে রাসিক মেয়রের সহযোগিতা কামনা করেন। এ সময় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন তাদের সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।

ফেব্রুয়ারি ১৮
০৮:১৪ ২০২১

আরও খবর

বিশেষ সংবাদ

প্রাণ ফিরে পাচ্ছে রাবির টুকিটাকি চত্বর

প্রাণ ফিরে পাচ্ছে রাবির টুকিটাকি চত্বর

স্টাফ রিপোর্টার ,রাবি: টুকিটাকি চত্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিরপরিচিত একটি চত্বর। প্রায় ৩৫ বছর আগে বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরি চত্বরে ‘টুকিটাকি’ নামের ছোট্ট একটি দোকান চালু হয়। খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে মুখে টুকিটাকি নামটি ছড়িয়ে পড়ে। দোকানটি ভীষণ জনপ্রিয়তা পায়। ফলে সবার অজান্তেই একসময় লাইব্রেরি চত্বরটির নাম হয়ে যায়

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

আসছে ৫৫ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

আসছে ৫৫ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

সানশাইন ডেস্ক : মান্থলি পেমেন্ট অর্ডারভুক্ত (এমপিও) শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে চলতি মাসেই গণবিজ্ঞপ্তি জারি করতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, সারা দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫৭ হাজার ৩৬০টি শূন্য পদের তালিকা

বিস্তারিত