Daily Sunshine

নিউ জিল্যান্ড সফরের দল ঘোষণা শুক্রবার

Share
Spread the love

স্পোর্টস ডেস্ক: ২৩ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের উদ্দেশে রওনা হবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। এর আগে শুক্রবার ঘোষণা করা হবে নিউ জিল্যান্ড সফরের দল। এ খবর নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছিলেন জাতীয় নির্বাচকরা। সেখানে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী ও পরিচালক মাহবুব আনাম ছাড়া সবাই উপস্থিত ছিলেন। বৈঠক থেকে বেরিয়ে মিনহাজুল আবেদীন বলেন, ‘আজ আমাদের দল ঘোষণার কথা ছিল। আমরা সব প্রস্তুত করে রেখেছি। এটা পরশু (শুক্রবার) সকালে দেবো। বৃহস্পতিবার খেলোয়াড়রা করোনা ভ্যাকসিন নেবেন।’
নির্বাচক ও পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে তিন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি। ওই বৈঠক নিয়ে প্রধান নির্বাচক যোগ করেন, ‘সার্বিক সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ওয়ানডে সিরিজে ভালো খেলেছি, টেস্ট সিরিজে ভালো খেলিনি। সামনের সিরিজ যেন ভালো খেলতে পারি এটাই খেলোয়াড়দেরকে বলা হবে।’

ফেব্রুয়ারি ১৮
০৮:১৩ ২০২১

আরও খবর

বিশেষ সংবাদ

প্রাণ ফিরে পাচ্ছে রাবির টুকিটাকি চত্বর

প্রাণ ফিরে পাচ্ছে রাবির টুকিটাকি চত্বর
Spread the love

Spread the loveস্টাফ রিপোর্টার ,রাবি: টুকিটাকি চত্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিরপরিচিত একটি চত্বর। প্রায় ৩৫ বছর আগে বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরি চত্বরে ‘টুকিটাকি’ নামের ছোট্ট একটি দোকান চালু হয়। খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে মুখে টুকিটাকি নামটি ছড়িয়ে পড়ে। দোকানটি ভীষণ জনপ্রিয়তা পায়। ফলে সবার অজান্তেই একসময় লাইব্রেরি চত্বরটির নাম

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ
Spread the love

Spread the loveসানশাইন ডেস্ক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়ার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এই পরীক্ষা ১৯ মার্চ নেয়ার দিন ধার্য করেছে পিএসসি। বুধবার বিকেলে পিএসসিতে এক অনির্ধারিত সভায় যথাসময়ে এই পরীক্ষা নেয়ার মত দেয়া হয়। পরীক্ষা পেছানোর বিষয়ে এ অনির্ধারিত সভায় কোনো আলোচনা হয়নি।

বিস্তারিত