
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার জাবেদ আলী বাদি হয়ে নগরীর রাজপাড়া থানায় তিন জনকে আসামি করে একটি মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে।
চাঁদাবাজীর মামলায় অভিযুক্তরা হলেন, নগরীর রাজপাড়া থানাধীন বিলশিমলা এলাকার জাহিদ, মাসুদ আলী পুলক ও আলইমরান। এরমধ্যে শনিবার রাতে জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অপর দুই আসামি পুলক ও আল ইমরান পলাতক রয়েছে। আল ইমরানের নামে আগেও একটি চাঁদাবাজীর মামলা রয়েছে।
রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, তথ্য মতে চাঁদা না দেয়ায় জাবেদ আলী নামের এক ঠিকাদারকে মারপিট করেছে জাহিদ ও পুলক এবং ছাত্রলীগ নেতা আলইমরান। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে বিলশিমলা এলাকায় অভিযান চালিয়ে জাহিদ নামের একজনকে গ্রেফতার করা হয়। অপর আসামী পুলক ও ছাত্রলীগ নেতা আল ইমরানকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, এরআগে ছাত্রলীগ নেতা আল ইমরানের বিরুদ্ধে চাঁদা না পেয়ে নির্মাণ কাজের শ্রমিককে মেরে তার মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ রয়েছে। নগরীর বহরমপুর শেষ মাথা এলাকায় এ ঘটনা ঘটিয়েছিল। এ নিয়ে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা হয়েছে। এবিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ছাত্রলীগের এই নেতার নামে সংবাদ প্রচান হয়।