স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: রাত পোহালেই রবিবার অনুষ্ঠিত হবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ভোট। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে ইলেট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সহ অন্যান্য নির্বাচনি সরঞ্জাম। শনিবার দুুপুরের পর ১৫টি ভোট কেন্দ্রে পাঠানো হয় এসব ভোটিং মেশিন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৫টি কেন্দ্রের জন্য মোট ১৫৫টি ভোটিং মেশিন পাঠানো হয়। নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এ জন্য ৯ জন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া র্যাব-পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি, আনাসার ও ডিবি পুলিশ কাজ করছে। ১৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ১০ কেন্দ্র গুরুত্বপূর্ণ দাবী করেছে প্রশাসন।
এদিকে নৌকার নির্বাচনী কার্যালয়ে আলোকসজ্জা করার অভিযোগে নৌকার মনোনীত প্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের প্রতিনিধিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী অংশ নিয়েছেন। তবে ৯ নং ওয়ার্ডের এক সদস্য প্রার্থী মারা যাওয়ায় ওয়ার্ডটির সদস্য নির্বাচন স্থগিত করেছে নির্বাচন অফিস।
নির্বাচনে মোট ৩২ হাজার ৯৭৯ জন ভোটারের মধ্যে পুরষ ১৬ হাজার ৪৩২ জন ও ১৬ হাজার ৫৪৭ জন নারী। ভোটার প্রথমবারের মতো এখানে ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
শিবগঞ্জে প্রথম ইভিএম ভোটিং আজ, নৌকার সজ্জায় অর্থদণ্ড
ফেব্রুয়ারি ১৪
০৭:১৬
২০২১