স্টাফ রিপোর্টার: অনুর্ধ্ব-১৬ আন্তঃজেলা জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতায় রাজশাহী জেলা বাস্কেটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার ঢাকার মিরপুরে গাজীপুর জেলা দলকে ৩০-৪৪ গোলে পরাজিত করে রাজশাহী জেলা বাস্কেটবল দল চ্যাম্পিয়ন হয়।
এরআগে গত ৮ ফেব্রুয়ারী ঢাকার উদ্দেশ্যে রওনা হন রাজশাহী জেলা বাস্কেটবল দলের খোলোয়াড় ও কর্মকর্তাগণ। সেদিন বিদায় উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বাস্কেটবল সমিতির সভাপতি মোমিনুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সেই অনুষ্ঠানে সংস্থার যুগ্ম সম্পাদক ক্রিড়া রাসেল জামান খেলোয়াড়দের খরচে ১০ হাজার টাকা দিয়েছিলেন। এই প্রতিযোগিতার সমস্ত ব্যয় সংস্থার সদস্যগণ নিজ তহবিল থেকে দিয়েছেন। এদিকে অনুর্ধ্ব-১৬ আন্তঃজেলা জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতায় রাজশাহী জেলা বাস্কেটবল দল চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড় ও কর্মকর্তাগণকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্থার যুগ্ম সম্পাদক (ক্রিড়া) রাসেল জামান।
অনুর্ধ্ব-১৬ আন্তঃজেলা জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতায় রাজশাহী চ্যাম্পিয়ন
ফেব্রুয়ারি ১৪
০৭:১৪
২০২১