স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাধীন হিলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৮৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুরের বিরামপুর উপজেলার ইসলামপুর পুর্বপাড়া এলাকার মৃত দানেশ খলিফার ছেলে গোলাম মোস্তফা (৪৫) ও তার স্ত্রী মালেকা বানু (৩৫)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাইমেনুর রশিদ জানান, পাঁচবিবি উপজেলাধীন হিলি বাসস্ট্যান্ড এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। সংবাদ পেয়ে র্যাব সদস্যরা সেখানে একটি অটোভ্যান আটক করে তল্লশী চালায়। এসময় ১৯৮৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোস্তফা ও মালেকাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তারা স্বামী-স্ত্রী সীমান্ত দিয়ে বিভিন্ন মাদক পাচার করে দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
জয়পুরহাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ফেব্রুয়ারি ১২
০৭:২১
২০২১