চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ২০১৯-২০ কর বছরে চাঁপাইনবাবগঞ্জে সেরা করদাতা হয়েছেন ১ নারীসহ ৭ জন। তাদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে তাদের সম্মাননা প্রদান করা হয়।
জেলা শহরের পাঠানপাড়ায় উপকর কমিশনারের কার্যালয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামান।
সহকারী কর কমিশনার সাদিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এরফান আলী, আয়কর আইনজীবী সমিতির সভাপত্বি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আবু বাক্কার। অনুষ্ঠানে যাদের কর প্রদানের সুযোগ আছে তাদেরকে কর প্রদান করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
জেলার ৭ সেরা করতাদের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন, ব্যবসায়ী ঠিকাদার আব্দুল মান্নান, সেলিম রেজা ও আব্দুল মালেক। দীর্ঘ মেয়াদী প্রদানকারী হলেন, ব্যবাসায়ী হাবিবুর রহমান ও সুশান্ত কুমার সাহা। ৪০ বছরের কম বয়সী করদাতা হয়েছেন ২ জন। তারা হলেন, সাইফুল ইসলাম ও আয়েশা সিদ্দিকা।
চাঁপাইনবাবগঞ্জে সেরা সাত করদাতাকে সম্মাননা প্রদান
ফেব্রুয়ারি ১২
০৭:২০
২০২১