স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকাদান কেন্দ্রে তিনি টিকা নেন।
এছাড়া সেখানে আরএমপির অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা টিকা নেন। এর আগে সেখানে আয়োজিত একটি মতবিনিময় সভায় আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। করোনা থেকে বাঁচতে তিনি নির্ভয়ে টিকা গ্রহণের জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার পুলিশ হাসপাতালে ২২৫ জনকে টিকা দেয়ার কথা ছিল। দুপুরের মধ্যেই সেখানে ১৮০ জন টিকা গ্রহণ করেন।
করোনার টিকা নিলেন আরএমপি কমিশনার
ফেব্রুয়ারি ১১
০৬:৩৫
২০২১