প্রেস বিজ্ঞপ্তি: দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে সোমবার বেলা ১১টায় রাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
হিজড়া জনগোষ্ঠীর বর্তমান সামাজিক অবস্থা তুলে ধরা এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সহায়তায় জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান অতিথি ছিলেন রাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরীকা খান, বিএডিসি জামে মসজিদের পেশ ইমাম মেহেদি হাসান তেরখাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত কাদির কুমকুম, তেখাদিয়া কেন্দ্রীয় মসজিদের সভাপতি শফিকুল ইসলাম, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া ও সমাজসেবক আনোয়ার হোসেন আনান।
অত্র সংস্থার আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং সুধিজন। সভা সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর রায়হানুল হক রায়হান।
হিজড়াদের অধিকার বিষয়ে রাসিক ১৪ নং ওয়ার্ডে আলোচনা সভা
ফেব্রুয়ারি ১০
০৭:২৭
২০২১