প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে লাবীব অটোর ডিলার কনফারেন্স মঙ্গলবার দিনব্যাপি অনুষ্ঠিত হয়। নগরীর ঝাউতলা মোড়ে একটি কমিউনিটি সেন্টারে লাবীব অটোর আয়োজনে কনফারেন্সে সভাপতিত্ব করেন লাবীব অটোর সত্বাধীকারী বাকী বিল্লাহ।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা কমিটির সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা।
বিশেষ অতিথি ছিলেন কিজো গ্রুফ অব কোম্পানী চায়নার ম্যানেজিং ডিরেক্টর মিঃ লি হ্যাং, জুজং পাওয়ার, টেকনোলজি চায়না কোম্পানী লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মিঃ এন্ডি হু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বগুড়ার শহীদ সাইকেল ষ্টোরের মালিক আব্দুস শহীদ, টাঙ্গাইলের নোমান এন্টারপ্রাইজ এর মালিক নূর আলম ও পবা উপজেলা সাবেক কৃষি অফিসার আব্দুল হাকিম। এছাড়াও রাজশাহী বিভাগসহ দেশের অন্যান্য জেলা ও উপজেলা থেকে আগত ডিরারগণ অংশগ্রহন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যের পরে চায়নার অত্যন্ত শক্তিশালী দুইটি ব্যাটারীর মোড়ক উন্মোচন করেন। এ ছাড়াও লাবীব অটোর পক্ষ থেকে ব্যবসা ভাল এবং লক্ষ্য পুরন করায় বিভিন্ন ডিলারকে পুরস্কৃত করা হয়। পরে র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজশাহীতে লাবীব অটোর ডিলার কনফারেন্স
ফেব্রুয়ারি ১০
০৭:২৭
২০২১