জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে হাটখোলা ক্যাম্পের বিজিবি। গ্রেপ্তার ব্যবসায়ী উপজেলার উচনা গ্রামের আবুল কাশেমের ছেলে মীর শহিদ (৩০)। অপর অভিযানে আটাপাড়া ক্যাম্পের সদস্যরা গোপালপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরু মোটাতাজা করণ ডেক্সন-২৮ হাজার ও প্যারোপট্রিন-৪২ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করে।
জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো বলেন, মঙ্গলবার ভোর রাতে চোরাকারবারিরা অবৈধ পথে ভারত থেকে উদ্ধারকৃত পণ্যগুলো দেশে নেওয়ার সময় বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করে।
পাঁচবিবিতে ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার
Spread the love
ফেব্রুয়ারি ১০
০৭:২১
২০২১