স্টাফ রিপোর্টার: পবা উপজেলা পরিষদের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মামুনুর সরকার জেডকে নিষ্পত্তি মামলার তথ্য ভুলবশতঃ না সংযুক্ত করার জন্য তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছেল। রোববার তার প্রার্থীতা ফিরে পেতে রাজশাহী জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ পবা উপজেলা নির্বাচনে তিনি আবেদন করেছেন।
গত বৃহস্পতিবার রাজশাহী জেলা নির্বাচন অফিসে প্রার্থীতা যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনীত প্রার্থীর মামলার তথ্য গোপন করার অভিযোগ এনে তার প্রার্থীতা বাতিল করা হয়। রাজশাহী জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম এই প্রার্থীতা বাতিল করেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রার্থী মামুনুর সরকার জেড বলেন, নওহাটা পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্রের সঙ্গে একই রকম নথি তিনি দাখিল করেন। সেখানে যাচাই বাছাই করে পবা উপজেলা নির্বাহী অফিসার ও নওহাটা পৌর নির্বাচন রিটার্নিং অফিসার শিমুল আকতার তাঁর প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। পরে দলের প্রতি আনুগত্য দেখিয়ে তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেন তিনি।
তিনি আরো বলেন, জেলা রিটার্নিং অফিসার যে মামলার কথা বলে তাঁর প্রার্থীতা বাতিল করেছেন তা ২০০৫ সালে নিস্পত্তি হয়ে গেছে। তবে মনোনয়ন পত্রের সঙ্গে এই তথ্য তিনি ভুলবশতঃ সংযুক্ত করেন নি। এ নিয়ে রোববার রাজশাহী জেলা প্রশাসক বরাবরে আপিল করেছেন বলে জানান জেড।
পবা উপজেলা উপনির্বাচনে মনোনয়ন ফিরে পেতে বিএনপি প্রার্থীর আপিল
ফেব্রুয়ারি ০৮
০৫:২১
২০২১