স্টাফ রিপোর্টার: অবহেলিত নওহাটা পৌর বাজারের উন্নয়নের স্বার্থে আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান হাফিজের নৌকা প্রতীকে ভোট দিয়ে পৌর মেয়র হিসেবে নির্বাচিত করতে চান নওহাটা বাজারের ব্যবসায়ীরা।
রবিবার নওহাটা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে নওহাটা বাজার ধানশেডে অনুষ্ঠিত ব্যবসায়ী সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্যকালে ব্যবসায়ী নেতারা এ কথা বলেন। তারা আরো বলেন, নওহাটা পৌরসভা প্রথম শ্রেনীর পৌরসভা হওয়া স্বত্তেও পৌরসভার কোন উন্নয়ন হয়নি। তাই অবহেলিত নওহাটা পৌরসভার উন্নয়নের স্বার্থে, নওহাটা পৌর বাজারের উন্নয়নের স¦ার্থে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান হাফিজের নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে চান তারা। সমাবেশ চলা কালীন সময়ে নওহাটা বাজারের প্রায় ৮ শতাধীক দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা সমাবেশে উপস্থিত হন।
নওহাটা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব হাতেম আলীর সভাপতিত্বে বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রেজওয়ানুল হক(পিনু) র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বক্তব্য কালে এমপিআয়েন উদ্দিন বলেন, আপনারা যদি আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান হাফিজকে মেয়র নির্বাচিত করেন তাহলে নওহাটা পৌরসভা বাংলাদেশের মধ্যে শক্তিশালী মডেল পৌরসভা প্রতিষ্ঠা লাভ করবে। হাফিজকে বিজয়ী করলে আমি আগমী ৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পৌরসভায় একশত কোটি টাকার উন্নয়নমূলক কাজের বরাদ্দ নিয়ে এসে পৌরসভার উন্নয়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়াম লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল হাসান, মেয়র প্রার্থী হাফিজুর রহমান হাফিজ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান, নওহাটা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মুন্তাজ আলী, কোষাধ্যক্ষ শাহজাহান আলী, সদস্য আঃ মালেক, বাজারের কাপড় ব্যবসায়ী মুনজুর রহমান প্রমুখ।
নওহাটা বাজারের উন্নয়নেই নৌকার প্রার্থীকে নির্বাচিত করতে চান ব্যবসায়ীরা
ফেব্রুয়ারি ০৮
০৫:২১
২০২১