স্পোটস ডেস্ক: বিগ ব্যাশ লিগে পার্থ স্কোরচার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিডনি সিক্সার্স। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৭ রানে জিতে তৃতীয়বারে মতো বিগ ব্যাশের ট্রফি ঘরে তোলে সিডনি। টস জিতে সিডনিকে ব্যাটিংয়ে পাঠায় পার্থ। ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার জস ফিলিপ ফিরে গেলেও ঝড় তোলেন জেমস ভিন্স। তার ৬০ বলে ৯৫ রানের ওপর ভর করে সিডনি নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করে।
ভিন্স ছাড়া আর কোনো ব্যাটসম্যান ২০ রানের বেশি করতে পারেননি। রিচার্ডসন ও টাই পার্থের হয়ে ২টি করে উইকেট নেন। টার্গেটে খেলতে নেমে দারুণ শুরু করে পার্থ। দুই ওপেনার ব্যাংক্রপ্ট ৩০ ও লিভিংস্টোন ৪৫ রানে সজঘরে ফেরার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পার্থ। এ দুজন ছাড়া অধিনায়ক জস ইংলিস ২২ ও অ্যারন হার্ডি করেন ২৬ রান। শেষ পর্যন্ত তারা ৯ উইকেট হারিয়ে ১৬০ রান করে। সিডনি সিক্সার্সের হয়ে বেন ডরশুইস সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন জ্যাকসন বার্ড, সেন অ্যাবট ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। ফাইনাল সেরা পুরষ্কার পেয়েছেন জেমস ভিন্স।
বিগ ব্যাশে চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স
ফেব্রুয়ারি ০৮
০৫:১৮
২০২১