স্টাফ রিপোর্টার, বাগমারা: স্থানীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু। রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হওয়ায় বাগমারা এলাকার লোকজন তাকে ফুল দিয়ে বরন করে নেন।
জানা যায়, রাজশাহী জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির সহসভাপতি নির্বাচিত করায় প্রধান মন্ত্রীসহ রাজশাহী জেলা আওয়ামী লীগের সকলস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান বাগমারা আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার নব-নির্বাচিত জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ নিয়ে জাকিরুল ইসলাম সান্টু বাগমারা থানা মোড়ে পৌঁছলে উপস্থিত আওয়ামী লীগের লোকজন তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
এসময় ছিলেন, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মাষ্টার মুনসুর রহমান, নজরুল ইসলাম মৃধা, প্রভাষক ইমরান আলী সোনার, তপন কুমার সরকার, জোবায়েদ হোসেন, গোলাম মোস্তফা, লুৎফর রহমান, মোজাম্মেল হক, আবুল কালাম, আনিছার রহমান, শামীম হোসেন, মাহাবুর রহমান, নয়ন হোসেন, কাচু মিয়া।
এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাগমারায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সান্টু
ফেব্রুয়ারি ০৮
০৫:১৮
২০২১