স্টাফ রিপোর্টার, বাগমারা: জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পারফরমেন্স র্যাংকিং এ ২০২১ সালে ৪র্থ বারের মত রাজশাহী বিভাগের মধ্যে চতুর্থস্থান হিসাবে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সেরা কলেজ সম্মাননায় ভূষিত হওয়ায় বাগমারার ভবানীগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে রবিবার সকালে কলেজ মিলনায়তনে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ হাতেম আলী বলেন, কলেজের সকল শিক্ষক কর্মচারী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী ছিল কলেজটি সরকারিকরণ ও শিক্ষার মান অক্ষুন্ন রাখা। সবার অক্লান্ত পরিশ্রমেই আমদের এ দুটো সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি এ সাফল্যের কর্ণধার হিসাবে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতি কৃতজ্ঞতা জানান।
এছাড়া কলেজের বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ সভাপতি দায়িত্ব গ্রহনের পর কলেজের শিক্ষার মানোন্নয়নে নানান কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। দোয়া মাহফিলে অধ্যক্ষ হাতেম আলী কলেজের প্রয়াত প্রতিষ্ঠাতা সাবেক এমএনএ শাহ মোহাম্মাদ জাফর উল্লাহসহ সকল প্রতিষ্ঠাতাদের রুহের মাগফেরাত কামনা করেন।
এর আগে ২০১৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম র্যাংকিং প্রথা শুরু করলে ভবানীগঞ্জ সরকারি কলেজ সরকারি বেসরকারি পর্যায়ে চতুর্থ হওয়ার গৌরব অর্জন করে। ধারাবাহিকতায় কলেজটি তাদের শিক্ষার মানোন্নয়ন ও পারফরমেন্স র্যাংকিং এ প্রতিবছর গৌরব জনক অবস্থান বজায় রেখে চলেছে।
আবারও শ্রেষ্ঠ হলো ভবানীগঞ্জ কলেজ
ফেব্রুয়ারি ০৮
০৫:১৮
২০২১