ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে তরুণ সংঘের উদ্যোগে সদ্য নির্বাচিত পৌর কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি রাত ৮ টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের যুব সমাজদের সংগঠন তরুণ সংঘের উদ্যোগে সভাপতি রাশেদ হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলতাব হোসেন, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মুক্তাদিরুল হক, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহীম হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর উমর ফারুক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা প্রেসক্লাব সম্পাদক মেহেদী হাসান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাকিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানা, শাহনাজ পারভীন ও মিনু আরাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ও তাদের সংবর্ধিত করেন সংঘের নেতৃবৃন্দ।
এ সময় আ’লীগ নেতা আবুল কাশেম, আব্দুল কাদের, তরুণ সংঘের সদস্য সোহেল রানা, মুক্তার হোসেন, রেবেকা সুলতানা, সিনিয়র সাংবাদিক মালেক, নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, পাস্কায়েল হেমরম, জাহিদ হাসান, মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
ধামইরহাটে কাউন্সিলরদের সংবর্ধনা দিল তরুণ সংঘ
ফেব্রুয়ারি ০৮
০৫:১৭
২০২১